শিবচর (মাদারীপুর), প্রতিনিধি
মাদারীপুর জেলার শিবচরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার বেলা ১টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আর্য্য দত্তপাড়া চকেরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম হিরু মাতুব্বর (৩৫)। তিনি চকেরবাড়ি এলাকার বাসিন্দা।
স্থানীয়রা বলছেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুটি গ্রুপ রয়েছে। এর মধ্যে শাহাদাত হোসেন একটি এবং অপর গ্রুপটির নেতৃত্ব দিচ্ছেন মালেক মোল্লা। নিহত হিরু মাতুব্বর মোলা গ্রুপের লোক।
গতকাল রোববার রাতে দুই গ্রুপের সংঘর্ষে আটজন আহত হন। আজ ফের সংঘর্ষ হলে প্রতিপক্ষ লোকজনের ধারালো অস্ত্র দিয়ে হিরু মাতুব্বরের গলায় ও মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহতের স্ত্রী রোজিনা বলেন, ‘ঘরের বাইরে বের হতেই আমার স্বামীকে কুপিয়ে পাশের পুকুরে ফেলে যায়। পুকুর থেকে আনতেই দেখি আর নাই।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, দত্তপাড়া খাড়াকান্দি এলাকার দুদল নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে রোববার রাতে সংঘর্ষে বাধে। এ সময় আহত হয় কমপক্ষে ৮ জন। ওই জের ধরেই সোমবার দুপুরে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হিরু মাতুব্বর নামে একজনের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে শিবচর থানা পুলিশ, সেনাবাহিনীর টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।