মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলার খাগদী এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের তিন যাত্রী। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার খাগদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সুমন শেখ (৪০)। আহত তিনজনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান, বরিশাল থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল দিদার পরিবহনের বাসটি। অন্যদিকে মাদারীপুর শহর থেকে মোস্তফাপুর যাচ্ছিল ইজিবাইকটি। পথে খাগদী এলাকায় ইজিবাইককে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক নিহত হন। ঘটনার পর গুরুতর আহত তিনজনকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।