নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চাকরি ফিরে পেতে পুলিশ সদর দপ্তরের সামনে আমরণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। এর ফলে ভবনের ভেতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন আইজিপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আজ দুপুর ১২টা থেকে পুলিশ সদর দপ্তরের সামনের দুই গেটের সামনে অবস্থান নেন গত ১৫ বছরের বিভিন্ন সময়ে চাকরি হারানো কয়েক শ পুলিশ সদস্য।
আজ রোববার বিকেলে সরেজমিন পুলিশ সদর দপ্তরের সামনে গিয়ে দেখা গেছে, কয়েক শ পুলিশ সদস্য পুলিশ সদর দপ্তরের সামনের দুই গেটে অবস্থান করছেন। দুপুর ১২টার দিকে আমারণ অনশন ও অবস্থান কর্মসূচি ব্যানার নিয়ে অবস্থান নেন তাঁরা।
এ সময় চাকরি ফিরিয়ে দেওয়া ও সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা। আন্দোলন চলাকালে কোনো কর্মকর্তার গাড়ি ভেতরে প্রবেশ ও বাইরে আসতে দেখা যায়নি।
আন্দোলনে অংশ নেওয়া চাকরিচ্যুত কনস্টেবল মো. জাহিদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দুই দফায় তালিকা তৈরি করে বর্তমান আইজিপিকে দিয়েছি। সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন গত বৃহস্পতিবার আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। কিন্তু তাঁর দপ্তর পরিবর্তন হয়েছে। এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।’
চাকরিচ্যুত উপপরিদর্শক জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা প্রায় ৬০০-৭০০ চাকরিচ্যুত পুলিশ সদস্য আমরণ অনশনে নেমেছি। বর্তমান আইজিপি যতক্ষণ না আমাদের আশ্বস্ত করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’