হোম > সারা দেশ > ঢাকা

সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন আরও ২ হত্যা মামলার আসামি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আরও দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবী ভিন্ন ভিন্ন আদেশে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। 

সকালে মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ৮টার সময় তাঁর উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানি শেষে আদালত নির্দেশ দেন। 

ঢাকার প্রধান মহানগর হাকিম আদালতের প্রসিকিউশন দপ্তর সূত্রে জানা গেছে, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে বাড্ডা থানার দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একটি হচ্ছে ইমদাদুল হক হত্যা মামলা, অপরটি আব্দুল জব্বার সুমন হত্যা মামলা। 

আব্দুল্লাহ আল মামুনকে গত ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকা থেকে আটক করা হয়। ৪ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বসিলায় মুদির দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আট দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ১২ সেপ্টেম্বর তাঁকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়। ওই দিন খিলগাঁও থানার দুটি ও ভাটারা থানার দুটি হত্যা মামলা, অর্থাৎ চারটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। 

গত মঙ্গলবার আরও ছয়টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজ দুটি মামলায় গ্রেপ্তার দেখানোয় তাঁকে মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হলো। 

গ্রেপ্তার দেখানোর প্রতিটি আবেদনে ভিন্ন ভিন্ন তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন—আইজিপি আব্দুল্লাহ আল মামুন মামলাগুলোতে জড়িত বলে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তাঁকে ভবিষ্যতে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হবে।

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

সেকশন