হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে কিস্তির চাপে রিকশাচালকের আত্মহত্যা

ঢামেক প্রতিনিধি

রাজধানীর সবুজবাগে একটি বাসায় কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে রাহেল ইসলাম (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। ওই যুবক পেশায় রিকশাচালক ছিলেন।

গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে সবুজবাগের দাসপাড়া হরেকৃষ্ণ মণ্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। স্বজনেরা উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত দেড়টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

সুরতহাল প্রতিবেদনে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আউয়াল উল্লেখ করেন, টিনশেড বাড়িটিতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন রাহেল ইসলাম। তিনি পেশায় রিকশাচালক। ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় গতকাল দিবাগত রাত ১টার দিকে টিনশেড ঘরের আড়ার সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দেন ওই যুবক। দেখতে পেয়ে ওই যুবকের স্ত্রীসহ স্বজনেরা মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআই আউয়াল আরও জানান, খবর পেয়ে মুগদা হাসপাতাল থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তাঁর বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার রোকনতাজ গ্রামে। বাবার নাম নজরুল ইসলাম।

বাবা নজরুল ইসলাম জানান, তাঁরা সবুজবাগে পাশাপাশি এলাকাতে থাকেন। স্ত্রী নূরজাহান ও একমাত্র মেয়ে নুসরাতকে নিয়ে দাসপাড়ার ওই বাসায় ভাড়া থাকতেন রাহেল। রাহেল ১৫-২০ হাজার টাকা ঋণগ্রস্ত ছিলেন। রাতে পরিবারের সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। মাঝরাতে স্ত্রীর ঘুম ভাঙলে দেখতে পান কক্ষের ভেতরেই আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন রাহেল। তাঁর চিৎকার শুনে বাড়িওয়ালাসহ আশপাশের লোকজন জড়ো হয়। এরপর তাঁকে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

সেকশন