হোম > সারা দেশ > ঢাকা

দুই সাংবাদিককে নির্যাতন: ঢাকা কলেজ ছাত্রলীগের ৬ নেতাকে হল থেকে বহিষ্কার

ঢাবি প্রতিনিধি

ঢাকা কলেজে দুই সাংবাদিক নির্যাতনের ঘটনায় ৬ ছাত্রলীগ কর্মীকে হল থেকে বহিষ্কার করেছে প্রশাসন। আগামী ১৬ অক্টোবরের মধ্যে বহিষ্কৃতদের হল থেকে বের করে দিতে হল কমিটিকে নির্দেশনা দিয়েছে কলেজ প্রশাসন।

আজ বুধবার বহিষ্কারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।

বহিষ্কৃত ছাত্রলীগের কর্মীরা হলেন—রাউফুর রহমান সোহেল, এবিএম আলামিন, সজিব আহসান, আবরার হোসাইন সাগর, সৈয়দ আব্দুল্লাহ শুভ ও ফাহমিদ হাসান পলাশ। এ ঘটনায় কলেজ ছাত্রলীগের এই ছয় কর্মীকে গত ৩০ সেপ্টেম্বর বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ভূগোল ও পরিবেশ বিভাগের প্রধান অধ্যাপক এ কে এম ইলিয়াসকে আহ্বায়ক করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কলেজ প্রশাসন। কমিটির তদন্তের সুপারিশের ভিত্তিতে তাদেরকে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছিল, কমিটির রিপোর্টের সুপারিশের ভিত্তিতে একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৬ অক্টোবরের মধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হল প্রশাসনকে বলে দেওয়া হয়েছে।’

গত ২৭ সেপ্টেম্বর রাতে ছাত্রলীগের নেতা রাউফুর রহমান সোহেলের অনুসারীরা ঢাকা কলেজে প্রতিদিনের ক্যাম্পাস নিউজ পোর্টালের প্রতিনিধি ফয়সাল আহমেদকে মারধর করেন। এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর রাউফুর সোহেল তাঁর অনুসারীদের নিয়ে বাংলা ট্রিবিউনের কলেজ প্রতিনিধি ওবাইদুরকে মারধর করেন। মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ঘেঁটে দেখেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সাংবাদিক ফয়সালকে নির্যাতনের তথ্য কোথায় দিয়েছেন, তা খুঁজে দেখে ওবাইদুরকে লাঠি দিয়ে মারধর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে ওবাইদুরের স্বজনেরা এসে ছাত্রলীগ নেতাদের হাত থেকে তাঁকে উদ্ধার করে নিয়ে যান। অবশেষে এ ঘটনায় ৬ জনকে হল থেকে বহিষ্কার করেছে কলেজ প্রশাসন।

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি এ জেড ভূঁইয়া আনাস বলেন, ‘প্রশাসনকে নির্যাতনকারীদের ছাত্রত্ব বাতিল, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি ও হলে গেস্টরুম কালচার বন্ধের দাবি জানিয়েছিলাম। প্রশাসন তাদেরকে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। তবে আমরা এখনো দোষীদের ছাত্রত্ব বাতিল, সাংবাদিকতারা পরিবেশ সৃষ্টি ও গেস্টরুম কালচার বন্ধের দাবি করছি।’

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

সেকশন