হোম > সারা দেশ > ঢাকা

কিশোর গ্যাং আইনশৃঙ্খলা বাহিনীর জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘গত তিন বছর ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য কিশোর গ্যাং একটা বিশাল চ্যালেঞ্জ তৈরি করেছে। আমরা সেটা মোকাবিলা করার চেষ্টা করছি।’ আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারের মধুবাগে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। 

র‍্যাব কর্তৃক নির্মিত 'কিশোর অপরাধ বিরোধী সামাজিক প্রচারণা কার্যক্রম'-এর একটি বিজ্ঞাপন প্রদর্শনীর জন্য অনুষ্ঠানটির আয়োজন করা হয়। 'সবার হোক একটাই পণ, কিশোর অপরাধ করব দমন' স্লোগানের বিজ্ঞাপনটি উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

আইজিপি বলেন, ‘আমাদের সংসদে নতুন নতুন আইন প্রণয়ন হচ্ছে। আদালতও অনেক নির্দেশনা দিচ্ছেন। সে ক্ষেত্রে কিশোর আইনও হালনাগাদ হয়েছে। কোনো ব্যক্তি ১৮ বছর বয়স পর্যন্ত শিশু হিসেবে গণ্য হয়। কিন্তু বর্তমানে দেশে আইন পরিবর্তন করার কারণে যেটা হয়েছে তাতে যে যুবকে পরিণত হয় তাকেও শিশু হিসেবে গণ্য করা হয়। ফলে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। আবার বর্তমান আইন অনুযায়ী কিশোর অপরাধীকে গ্রেপ্তারও করা যাবে না। তাদের সংশোধনাগারে পাঠাতে হবে। এতে করে সেই সংশোধনাগারের সংখ্যাও কম। ফলে কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রণ কঠিন হয়ে যাচ্ছে। তবু আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। আশা করছি এটিও নিয়ন্ত্রণে আসবে।’

অভিভাবকদের উদ্দেশে বেনজীর আহমেদ বলেন, সন্তানের জন্য বাবা-মায়েরও দায়িত্ব রয়েছে। তারা কী করে, কোথায় যায়, কার সঙ্গে মেশে—এগুলো দেখা প্রতিটি পরিবারের দায়িত্ব। একই সঙ্গে প্রয়োজন সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। 

মেনিনজাইটিস টিকা না পেয়ে পান্থপথে মধ্যপ্রাচ্যগামীদের বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জে বিকাশ ব্যবসায়ীর পৌনে ৩ লাখ টাকা ছিনতাই

রাজধানীর পল্টনে ছুরিকাঘাতে যুবক নিহত

সেতু ভেঙে খালে, ১০ গ্রামের মানুষ ভোগান্তিতে

টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ আটক ছাত্রদল নেতাকে অব্যাহতি

বনশ্রীতে ৪৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেপ্তার ১

সাফারি পার্কের দেয়াল টপকে বেরিয়ে গেছে নীলগাই

সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেওয়ায় শিক্ষার্থীদের আনন্দ মিছিল

ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে ৩ কমিটি

সেকশন