হোম > সারা দেশ > ঢাকা

১৪ বাড়ি: ওয়াসার তাকসিমের বিরুদ্ধে এবার যোগ হলো অর্থ পাচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওয়াসার এমডি তাকসিম এ খানের যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি থাকার সংবাদ প্রকাশের পর তাঁর বিরুদ্ধে নতুন করে অর্থ পাচারের অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তার মাধ্যমে এ তথ্য জানা গেছে। ওই কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘আজ এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪ বাড়ি-সংক্রান্ত প্রতিবেদন আমলে নিয়ে তাকসিম এ খানের বিরুদ্ধে আগে থেকে চলমান অনুসন্ধানের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এরই মধ্যে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।’ 

ওই নির্দেশনায় বলা হয়েছে, ‘তাকসিম এ খান, ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ওয়াসার বিরুদ্ধে ১৩ বছরে বিদেশি ঋণ করা বড় বড় প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে হুন্ডিসহ বিভিন্ন উপায়ে আমেরিকায় পাচার করে লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্কসহ বিভিন্ন শহরে বিলাসবহুল ১৪টি বাড়ি, গাড়ি ক্রয়সহ মানি লন্ডারিংয়ের অভিযোগ সংযুক্ত করা হয়েছে।’

এর আগে ৯ জানুয়ারি প্রকৌশলী তাকসিম এ খানের যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি কেনার বিষয়ে সংবাদ প্রকাশ করে দৈনিক সমকাল। পরে ওই প্রতিবেদন আদালত আমলে নিয়ে অভিযোগ দুটির অনুসন্ধানের অগ্রগতি জানতে চান হাইকোর্ট। এ সময় আদালত দুদককে ১৫ দিনের মধ্যে এ বিষয়ে জানাতে নির্দেশ দেন।

আরও পড়ুন:

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

সেকশন