অনলাইন ডেস্ক
গাজীপুরে ভাড়া বাড়ির এলাকা থেকে আশিকুর রহমান রানা (১৩) নামের এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় গত রোববার জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই কিশোরের বাবা। তবে মাদ্রাসাপড়ুয়া ওই কিশোরের এখনো সন্ধান না পাওয়ায় উৎকণ্ঠায় দিন পার করছে পরিবার।
গত শনিবার বিকেল সাড়ে ৫টার পর থেকে গাজীপুরের নয়াপাড়া ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে ওই কিশোর নিখোঁজ হয় বলে পরিবার জানিয়েছে। সে গাজীপুর নয়াপাড়া দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র।
নিখোঁজ মাদ্রাসাছাত্রের বাবা মো. আকতারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের বাড়ি সাতক্ষীরা সদরের মোকোন্দপুর গ্রামে। আমরা প্রায় ৬-৭ বছর থেকে গাজীপুরের নয়াপাড়া ভাওয়াল মির্জাপুর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকি। আমরা স্বামী-স্ত্রী গার্মেন্টসে চাকরি করি। শুক্রবার রাতে ডিউটি করে শনিবার বাড়িতে ফিরে আমি ঘুমিয়ে গেছি। ওই দিন আমার স্ত্রী বিকেলে অফিস থেকে ফেরার পরও আমার ছেলেকে দেখেছে। কিন্তু এর কিছুক্ষণ পর থেকে ডাকাডাকি করেও আর তাকে পাওয়া যায়নি। পরে আমিসহ প্রতিবেশীরাও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাঁকে পাইনি। পরে রোববার থানায় জিডি করেছি।’
আকতারুল ইসলাম আরও বলেন, ‘পরে একটা কথা জানতে পেরেছি, আমরা যেই বাড়িতে ভাড়া থাকি, সেই বাড়ির মালিক আমার ছেলে রানাকে ওই দিন দুপুরের দিকে সিগারেট খেতে দেখেছে। উনি আমাকে বলে দেবেন, আর তাকে শাস্তি দেওয়া হবে বলে শাসন করেছিলেন। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে আমার স্ত্রী বাসায় ফিরে রানাকে ডাক দিলে সে আর বাড়িতে ঢোকেনি। শাসনের ভয়ে পালিয়ে কোথাও গিয়ে থাকতে পারে ধারণা করতেছি। কিন্তু ছোট্ট ছেলে আমার। কোথায় গিয়ে কোন বিপদে পড়ে কে জানে! থানা থেকেও এখনো কিছু জানায়নি। ভীষণ দুশ্চিন্তায় আছি!’
থানার জিডি থেকে জানা যায়, মাদ্রাসাছাত্র রানা নিখোঁজের সময় তার পরনে হলুদ রঙ্গের লুঙ্গি আর গায়ে সাদা রঙ্গের গেঞ্জি ছিল। তার গায়ের রং শ্যামলা। ভাষায় খুলনার আঞ্চলিকতা রয়েছে। উচ্চতা প্রায় ৫ ফুট।
এ বিষয়ে জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) সুজিৎ কুমার মৃধা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ওই নিখোঁজ কিশোরের ছবি ও বিস্তারিত সমস্ত থানায় পাঠিয়ে দিয়েছি। এ ছাড়া আমরা সন্ধানে কাজ করছি। আজ (মঙ্গলবার) ওই এলাকায় গিয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হবে।’