হোম > সারা দেশ > ঢাকা

মুখ ধুতে গিয়ে বাবা দেখলেন ছেলে পুকুরের পানিতে ভাসছে

শরীয়তপুর প্রতিনিধি

মনির হোসেন চৌকিদার আজ রোববার সকালে ঘুম থেকে ওঠে দাঁত ব্রাশ করছিলেন। মুখ ধুতে তিনি বাড়ির পাশে পুকুর ঘাটে যান। এ সময় তিনি দেখতে পান তাঁর দুই বছরের ছেলেসন্তান পানিতে ভাসছে। এ সময় মনির ঝাঁপ দিয়ে উদ্ধারের আগেই তাঁর ছেলের মৃত্যু হয়েছে। 

মনিরের বাড়ি শরীয়তপুর গোসাইরহাটে উপজেলার দাশের জঙ্গল গ্রামে। আজ সকালে ৮টার দিকে তাঁর ছেলে আরমান পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনাটি ঘটেছে। 

পানিতে ডুবে আরমানের মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম শিকদার। 

ওসি আসলাম ও স্থানীয় লোকজন জানান, দাশের জঙ্গল গ্রামের মনির হোসেন ডিশের লাইনম্যানের কাজ করেন। তাঁর দুই বছরের ছেলে আরমান আজ সকালে ঘুম থেকে উঠে খেলা করছিল। এ সময় তার মা নিপা ইসলাম সংসারের কাজে ব্যস্ত ছিলেন। আরমান খেলার ছলে বাড়ির পাশের পুকুরে গিয়ে পানিতে তলিয়ে যাওয়ার বিষয়টি বাড়ির কেউ জানতে পারেননি। 

আজ সকাল ৮টার দিকে মনির ঘুম থেকে ওঠে দাঁত ব্রাশ করতে করতে পুকুর ঘাটে গিয়ে দেখেন আরমান পানিতে ভাসছে। সঙ্গে সঙ্গে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি ও স্থানীয় লোকজন।

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন