হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মিরপুরে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মিরপুরে বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভিতর বিদ্যুৎস্পৃষ্টে জাহিদ (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি টাইলস মিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন। আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে মিরপুর ২ নম্বর সেকশনের বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে। 

অচেতন অবস্থায় জাহিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে সহকর্মী আক্তার হোসেন জানান, জাহিদের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায়। বাবার নাম মোখলেসুর রহমান। তিনি টাইলস মিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন। গত এক মাসে যাবত মিরপুরে ওই প্রশিক্ষণ কেন্দ্রে কাজ করে আসছিলেন তাঁরা। বর্তমানে সেখানেই থাকতেন তাঁরা। 

তিনি আরও জানান, শনিবার বেলা সাড়ে ৩টার দিকে নির্মানাধীন ভবনের নিচ তলার ফ্লোরে টাইলস লাগানোর কাজ করছিলেন জাহিদ। অন্ধকার ফ্লোরে বৈদ্যুতিক বাতি জ্বালানোর চেষ্টা করছিল। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কবি নজরুলের নাতির চিকিৎসায় বার্ন ইনস্টিটিউটে মেডিকেল বোর্ড

নগরকান্দায় ঢাল-সড়কি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

বিয়ে করলেন সোহেল তাজ

জাবিতে ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে গিয়ে আটক হলেন ছাত্রদল নেতাও

মাটিতে মিশে যাচ্ছে ১১ গাড়ি, যন্ত্রাংশ চুরি

জাবি ছাত্রদলের সদস্যসচিবের ওপর হামলা চেষ্টা, ক্যাম্পাসে উত্তেজনা

সেকশন