হোম > সারা দেশ > ঢাকা

অটোচালক কাঞ্চন হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

নরসিংদী প্রতিনিধি

অটোরিকশাচালক কাঞ্চন মিয়াকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া চারজন। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর বেলাবতে অটোরিকশাচালক কাঞ্চন মিয়াকে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন পিবিআইয়ের পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নরসিংদীর মনোহরদী ও বেলাব থানা এলাকার মো. ইয়াকিন খান (৪৬), রাশিদা বেগম (৩৫), মো. কবির হোসেন (২৮) ও ইমরান মিয়া (২২)। তাঁদের কাছ থেকে নিহত কাঞ্চনের ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, জেলার মনোহরদী উপজেলার ডোমনমারা গ্রামের অটোরিকশাচালক কাঞ্চন মিয়া (৬২) গত ২১ জানুয়ারি অটোরিকশাসহ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকালে বেলাব থানাধীন বিন্নাবাইদ বিএম কলেজ সংলগ্ন রাস্তার পাশে একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি কাঞ্চন মিয়ার বলে শনাক্ত করলেও তাঁর অটোরিকশা পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের স্ত্রী রিনা বেগম থানায় মামলা করেন।

মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত ও অভিযান শুরু করে পিবিআই। নরসিংদী, কিশোরগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন স্থান থেকে তথ্যপ্রযুক্তি ও সোর্সের সহায়তায় অভিযান চালিয়ে অটোরিকশা ছিনতাইকারী চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়।

নরসিংদী পিবিআইয়ের পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান বলেন, গ্রেপ্তারকৃতরা চায়ের সঙ্গে নেশাজাতীয় পদার্থ মিশিয়ে কাঞ্চন মিয়াকে অজ্ঞান করে হত্যা করে এবং তাঁর অটোরিকশা নিয়ে পালিয়ে যায় বলে স্বীকার করেছেন। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর পর তাঁরা আদালতে ১৬৪ ধারায় অপরাধ স্বীকার করেন।

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

নাসিকের সাবেক কাউন্সিলর মতি ৭ দিনের রিমান্ডে

বিশ্ব ইজতেমা ঘিরে চলাচল ও গাড়ি পার্কিংয়ে ডিএমপির নির্দেশনা

সাত কলেজের অধিভুক্তি বাতিলকে সাধুবাদ, ঢাবি উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে অনড় শিক্ষার্থীরা

রাজবাড়ীতে বালু ব্যবসায়ী হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

শিক্ষক নিয়োগে জবিকে ঢাবির কলোনির মতো ব্যবহার করা হয়েছে: ছাত্র অধিকার পরিষদ

মেয়ে নিখোঁজ ৫ দিন, ভাইরাল ভিডিওতে রক্তাক্ত তরুণীকে দেখে অজ্ঞান বাবা

সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ৬ দিনের রিমান্ডে

হল-মার্কের অর্থ পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হলো এস কে সুরকে

সেকশন