হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর কাকরাইলে বাসচাপায় পুলিশ সদস্য নিহত

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর কাকরাইল মোড়ে যাত্রীবাহী বাসচাপায় আহত আরিফুল ইসলাম (৪২) নামের এক পুলিশ সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে কাকরাইল মোড়ে দুর্ঘটনাটি ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল বুধবার দুপুরে কাকরাইল এলাকায় বাসচাপায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন আরিফুল। পরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪টার দিকে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

নিহত আরিফুলের ভাগনে মো. ইমন বলেন, তাঁদের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামে। বাবার নাম খলিল মোল্লা। ঢাকার নবাবগঞ্জ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। গতকাল তিনি নবাবগঞ্জ থেকে ঢাকায় আসেন রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসার জন্য। কাকরাইলে মঞ্জিল পরিবহন থেকে নামার সময় ওই বাসের চাপায় গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

প্রশাসন ক্যাডারের জন্য কোটা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক

স্টাফ কোয়ার্টার-হাজীনগর অপ্রশস্ত সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, ভোগান্তি

আমদানির পর চুরি হওয়া অর্ধকোটি টাকার জিনসের কাপড় উদ্ধার

কবি নজরুলের নাতির চিকিৎসায় বার্ন ইনস্টিটিউটে মেডিকেল বোর্ড

নগরকান্দায় ঢাল-সড়কি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

সেকশন