হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের কয়েকটি অংশ এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে 

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারের আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বেশ কিছু অংশ বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে পোশাক শ্রমিকসহ হাজারও পথচারীদের। 

আজ শনিবার বিকেলে সড়কের জামগড়া বাসস্ট্যান্ড থেকে ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় পানি জমে থাকতে দেখা যায়। গতকাল শুক্রবার রাত ও শনিবার সকালের বৃষ্টিতে সড়কের এসব এলাকা তলিয়ে যায়।

সরেজমিনে দেখা গেছে, সড়ক পানির নিচে তলিয়ে থাকায় দুর্ভোগ নিয়ে চলাচল করছেন পথচারীরা। বিশেষ করে শ্রমজীবী মানুষেরা পড়েছেন ব্যাপক ভোগান্তিতে। দ্রুত সড়কটি সংস্কারের পাশাপাশি পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয়রা বলছেন, সড়কের এই অংশে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাদের দাবি, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণেও এই পানি নিষ্কাসন হচ্ছে না। যদিও এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

পোশাক শ্রমিক মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পানির কারণে সমস্যা হয়। হাঁটাও যায় না। পানি বের হওয়ার রাস্তা না থাকায় অল্প বৃষ্টি হলেই এমন দুর্ভোগে পড়তে হয়।’

পথচারী রিয়াজ উদ্দিন বলেন, ‘একটা গাড়ি গেলে ময়লা পানির ঢেউ এসে গায়ে লাগে। পানিতে জামাকাপড় নষ্ট হয়ে যায়। কষ্ট করে অফিসে যাওয়া লাগছে। এমন পানিতে পা ভিজলেই পা চুলকায়। মনে হয় চর্মরোগ হয়ে যাবে।’

গার্মেন্টস শ্রমিক ঐক্যলীগের সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গত বছরও আমরা এই পানিতে দাঁড়িয়ে জলাবদ্ধতা দূরীকরণের দাবি নিয়ে মানববন্ধন করেছিলাম। পানি জমলেই সবাই বলে ব্যবস্থা নিচ্ছি। কিন্তু এত বছরেও কোনো স্থায়ী সমাধান হলো না। আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’

বর্তমানে সড়কটি সড়ক ও জনপথের আওতা থেকে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতাধীন। ফলে এই সড়কটির দায়-দায়িত্ব এখন এই প্রকল্পের।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মো. শাহাবুদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টির পানি যেখানে নামবে সেই লেভেলেও পানি। আমাদের লোকজন কাজ করছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। কীভাবে সমাধান করা যায় সেটি দেখা হচ্ছে। অতিরিক্ত বৃষ্টি হওয়ায় এভাবে পানি জমেছে। এ বছর আমাদের ড্রেনের কাজ শুরু হয়েছে। অচিরেই এই সমস্যা সমাধান হবে।’

‘দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা’

কবি নজরুলের নাতি বাবুল কাজী ‘লাইফ সাপোর্টে’

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সেকশন