রাজধানীর উত্তরখানে ৩ অটোরিকশাসহ চোর চক্রের দুজন গ্রেপ্তার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪: ৩৪
রাজধানীর উত্তরখানে ৩ অটোরিকশাসহ চোর চক্রের দুজন গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরখানে ব্যাটারিচালিত অটোরিকশা চোর চক্রের মূল হোতা আব্দুল জলিল (৪০) ও হালিম ফকির (২৪) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি চোরাই অটোরিকশা জব্দ করা হয়েছে। আজ শনিবার সকালে তাঁদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় উত্তরখানের মাস্টারপাড়া ও পুরানপাড়ার আব্দুল্লাহ অটো এন্টারপ্রাইজ থেকে তাদের গ্রেপ্তার ও অটোরিকশা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বরিশাল সদর উপজেলার আমানতগঞ্জ গ্রামের মৃত সামছু ভূঁইয়ার ছেলে আব্দুল জলিল ও জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পুদুলা গ্রামের শাহজাহান আলীর ছেলে হালিম। বর্তমানে জলিল উত্তরখানের আঁটিপাড়া বাজার ও হালিম দক্ষিণখানের গোয়েলটেল এলাকায় থাকেন।

এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আলমাছ হোসেন জনি নামের একজন অটোরিকশা ব্যবসায়ী শুক্রবার একটি মামলা করেন। ওই মামলায় তিনি বলেন, উত্তরখানের বড়বাগ এলাকায় তাঁর অটোরিকশা গ্যারেজ থেকে একটি অটোরিকশা চুরি হয়। পরে অভিযান চালিয়ে মাস্টারপাড়া এলাকা থেকে একটি চোরাই অটোরিকশাসহ জলিলকে গ্রেপ্তার করা হয়।’

ওসি আরও বলেন, ‘গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তরখানের পুরানপাড়া এলাকার আব্দুল্লাহ অটো এন্টারপ্রাইজ থেকে দুটি চোরাই অটোরিকশাসহ হালিম ফকিরকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা তিনটি চোরাই অটোরিকশার বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।’

পুলিশ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে অটোরিকশা চুরি ও কেনাবেচা করে আসছিলেন।’