হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে পৃথক স্থানে ট্রাকচাপায় ২ জনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে দুর্ঘটনা দুটি ঘটে পৃথক ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে।

নিহতেরা হলেন—মিরপুর কালশীর এলাকায় পোশাক শ্রমিক সিয়াম (১৫) ও আসাদগেট এলাকার কাপড় ব্যবসায়ী আদম আলী (৫৫)।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আসাদগেট এলাকায় ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশার আরোহী আদম আলী আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, ভোর সাড়ে ৪টার দিকে মারা চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অন্যদিকে মিরপুর কালশী এলাকায় রাত সারে ১১টার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে আহত হয় সিয়াম। তাকেও দ্রুত উদ্ধার করে ঢামেকে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।

এ দিকে এসব দুর্ঘটনায় আহতেরা হলেন—নিহত আদম আলীর ছেলে সাকের আলী (১৬), ভাতিজা নবী হোসেন (৪৫) ও মেয়ের স্বামী সাখাওয়াত হোসেন (৩৫)। তাদেরকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আদম আলীর ভাতিজা মো. মাসুম বলেন, তাঁদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মুক্তা রামপুর গ্রামে। তাঁর বাবার নাম ওয়ারেজ আলী। তাঁর চাচা আদম আলী এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। ছেলে সাকের আলীর অসুস্থতার কারণে গতকাল তারা চারজন ঢাকায় এসেছিলেন চিকিৎসকের কাছে। ওই সময় সিএনজিতে করে ধানমন্ডি পপুলার হাসপাতালে যাচ্ছিলেন। আসাদ গেট এলাকায় একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে তাঁরা সবাই আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চাচা আদম আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি।

অন্যদিকে নিহত সিয়ামের বন্ধু মো. সিরাজুল বলেন, সিয়াম রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকায় থাকত। সেখানে একটি পোশাক কারখানায় চাকরি করত। রাতে আরেক বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। মিরপুর কালশী ফ্লাইওভারের নিচে আসলে, একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পরে গুরুতর আহত হয়। খবর পেয়ে দ্রুত সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়গুলো নিশ্চিত করে বলেন, রাতে মিরপুর ও আসাদগেট এলাকা থেকে দুজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক তাদের উভয়কে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মাটিতে মিশে যাচ্ছে ১১ গাড়ি, যন্ত্রাংশ চুরি

জাবি ছাত্রদলের সদস্যসচিবের ওপর হামলা চেষ্টা, ক্যাম্পাসে উত্তেজনা

এনসিটিবির সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

জুলাই আন্দোলন: হাসপাতালের দরজা খোলেনি নিরাপত্তাকর্মীরা, সিঁড়িতেই ইসমাইলের মৃত্যু

জাবি ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার, ৩ নেতাকে অব্যাহতি

সংবাদমাধ্যমে কপিরাইট বাস্তবায়ন অত্যন্ত জরুরি: প্রেস সচিব

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজু ভাস্কর্যে কুশপুত্তলিকা দাহ

বুড়িগঙ্গাতীরের ওয়াকওয়ে যেন মৃত্যুফাঁদ: মুজিবুর রহমান

শরীয়তপুরে দলিল লেখক সমিতির কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

রাজধানীর হাতিরঝিলে ২ মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু

সেকশন