নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে প্রয়োজনীয় সংস্কার সাপেক্ষে নতুন ছাত্রদের সংযুক্তি প্রদানের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে আজ মঙ্গলবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। এতে উল্লেখ করা হয়, মেরামতকাজের নকশা প্রণয়ন ও পরামর্শ প্রদানের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশনকে ইতিমধ্যে নিযুক্ত করা হয়েছে।
সলিমুল্লাহ মুসলিম হলে নতুন একটি ভবন নির্মাণেরও নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সর্বশেষ ২০১৯-২০ শিক্ষাবর্ষে এসএম হলে ছাত্র সংযুক্তি দেওয়া হয়।