হোম > সারা দেশ > ঢাকা

৩টি মেডিকেল থাকারও পর কেন ঢাকায় যেতে হয়: এমপি তৌফিকের প্রশ্ন

কিশোরগঞ্জ প্রতিনিধি

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেছেন, ‘আমাদের সৌভাগ্য এ জেলায় (কিশোরগঞ্জ) তিনটি মেডিকেল কলেজ আছে। কিন্তু তারপরও কেন আমাদের ঢাকা যেতে হয়? আমরা কেন নির্ভরতার জায়গায় পৌঁছাতে পারছি না? এ বিষয়ে জনপ্রতিনিধিদের নিয়ে বসে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’

আজ মঙ্গলবার কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল বর্জ্য প্রক্রিয়াকরণ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, ‘কিশোরগঞ্জে যারা চিকিৎসা করাতে আসে তারা অধিকাংশই গরিব মানুষ। চিকিৎসার নামে এসব গরিব মানুষের রক্ত চুষে খেতে হলে চিন্তা-ভাবনা করতে হবে।’

তিনি বলেন, ‘আমার কাছে অভিযোগ আসে ইদানীং ক্লিনিকগুলোতে ভুল চিকিৎসা হচ্ছে। আমরা যারা এ রিলেটেড কাজ করি, তাদের আরও সাবধান হতে হবে। এমন অভিযোগও আছে, এনেস্থিসিয়া কোনো ডাক্তার দেয়নি, ওয়ার্ড বয় দিয়েছে। এ ধরনের অভিযোগ যদি আরও আসে, আমরা সোচ্চার হব। আমরা কাউকে ছাড় দেব না।’

প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. আ. ন. ম নৌশাদ খানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন। এতে মেডিকেল কলেজ ও বিভিন্ন ক্লিনিকের প্রতিনিধিরা অংশ নেন।

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

সেকশন