নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুর-১১ নম্বরে একটি দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। এতে ওই ভবনের একটি বাসায় থাকা হাতে তৈরি কাপড় ও মালামাল পুড়ে গিয়ে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বৈদ্যুতিক গোলযোগে লাগা আগুনের এই ঘটনায় কোনো হতাহত হয়নি।
গতকাল মঙ্গলবার রাত ১০টা ১৮ মিনিটে ওই ভবনে আগুন লাগে। রাত ১১টায় আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিস।
আজকের পত্রিকাকে এসব তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. শাহজাহান হোসেন। তিনি বলেন, মঙ্গলবার রাত ১০টা ১৮ মিনিটে রাজধানীর মিরপুর-১১ নম্বরে দোতলা একটি ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে মিরপুর ও পল্লবী স্টেশনের ২টি করে ৪টি ইউনিট কাজ করে। রাত ১১টায় আগুন নির্বাপণ করা হয়। ভবনটির দোতলার একটি বাসায় আগুন লাগে।
প্রাথমিকভাবে ধারণা করা হয়, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। বাসাটিতে নারীদের ল্যাহেঙ্গা জাতীয় হাতে তৈরি করা কাপড় ও মালামাল পুড়ে যায়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহত হয়নি।