গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও শেখ রাসেল হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ ফায়েকুজ্জামান মিয়াকে শিক্ষার্থীদের দ্বারা লাঞ্ছিত করার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের আয়োজনে একাডেমিক ভবনের সামনে ৩০ মিনিট ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহজাহানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ এ কর্মসূচিতে অংশ নেন।