হোম > সারা দেশ > ঢাকা

পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত

নরসিংদী প্রতিনিধি

পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর আদালত এলাকায় পুলিশের কাছ থেকে হত্যা মামলার দুই আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে স্বজনেরা। এ সময় ধস্তাধস্তিতে মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) টিটুল হোসাইন আহত হয়েছেন। আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতের ৩ নম্বর গেটে এ ঘটনা ঘটে।

নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক খন্দকার জাকির হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আহত এসআই টিটুল হোসাইন জানান, মনোহরদী থানার একটি হত্যা মামলার আসামি সেলিম মিয়া (২৯) ও পারভেজকে (২৩) রোববার গ্রেপ্তারের পর আজ দুপুরে আদালতে হাজির করার জন্য নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়।

সেখানে গাড়িটি রেখে আসামিদের নিয়ে পায়ে হেঁটে পাশে আদালত ভবনে যাচ্ছিলেন পুলিশ সদস্যরা। আদালতে প্রবেশ করার সময় ৩ নম্বর গেটে আসামিদের ১০-১৫ জন স্বজন পুলিশের কাছ থেকে তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা। ছবি: আজকের পত্রিকা

এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এতে উপপরিদর্শক টিটুল হোসাইন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নেন। একপর্যায়ে আদালতের অন্য পুলিশ সদস্যরা এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। পরে দ্রুত আসামিদের আদালতের ভেতরে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

উল্লেখ, গ্রেপ্তার দুজন গত ১৭ নভেম্বর চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা মামলার আসামি।

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

প্রশাসন ক্যাডারের জন্য কোটা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক

স্টাফ কোয়ার্টার-হাজীনগর অপ্রশস্ত সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, ভোগান্তি

আমদানির পর চুরি হওয়া অর্ধকোটি টাকার জিনসের কাপড় উদ্ধার

কবি নজরুলের নাতির চিকিৎসায় বার্ন ইনস্টিটিউটে মেডিকেল বোর্ড

নগরকান্দায় ঢাল-সড়কি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

সেকশন