নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১১ বছর উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে ত্বকী মঞ্চ। আগামী ৬, ৭ ও ৮ মার্চ এই কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে তারা।
আজ শনিবার গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন ত্বকী মঞ্চের সদস্যসচিব কবি হালিম আজাদ। তিনি জানান, কর্মসূচির মধ্যে রয়েছে ৬ মার্চ (বুধবার) সকাল ৮টায় নারায়ণগঞ্জ বন্দরে সিরাজ শাহের আস্তানায় ত্বকীর কবরে পুষ্পস্তবক অর্পণ। বেলা ৩টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ। এতে বক্তব্য দেবেন অধ্যাপক আনু মুহাম্মদ, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়াসহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
পরদিন ৭ মার্চ (বৃহস্পতিবার) বেলা ৩টায় নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট ও শেখ রাসেল পার্কে শিশু সমাবেশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে অতিথি থাকবেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি লেখক গবেষক মফিদুল হক, শিল্পী জাহিদ মুস্তাফা ও অশোক কর্মকার।
৮ মার্চ (শুক্রবার) বেলা ৩টায় ঢাকায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে নবম জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ২০২৩-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
আরও পড়ুন: