নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর শ্যামবাজার ঘাট এলাকায় লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর ১২টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা তালহা বিন জসিম।
তালহা বলেন, রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর ১২টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ১টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
তালহা বলেন, সদরঘাট নদীর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ও পোস্তগোলা ফায়ার স্টেশনে দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।