হোম > সারা দেশ > ঢাকা

মেট্রোরেলে ময়লা না ফেলার আহ্বান মেয়র আতিকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে যাত্রা শুরু করা মেট্রোরেলে ময়লা না ফেলার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘যাঁরা মেট্রোরেল ব্যবহার করছেন, তাঁদের উদাত্ত আহ্বান জানাব—মেট্রো স্টেশনকে ভালোবাসুন। মেট্রোরেলকে ভালোবাসুন। মেহেরবানি করে মেট্রোর মধ্যে কোনো ময়লা ফেলবেন না। আমাদের পয়সা দিয়ে মেট্রোরেল হয়েছে।’

মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে বিডি ক্লিন আয়োজিত প্লাস্টিক ও কেমিক্যাল-দূষণ রোধে সচেতনতামূলক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আজ শুক্রবার ডিএনসিসি মেয়র এসব কথা বলেন। প্রদর্শনীতে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট ও সিগারেটের ফিল্টার দিয়ে মাছ, গাছ ও কচ্ছপের প্রতিকৃতি তৈরি করা হয়। 

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘পরিত্যক্ত ৩০ টন প্লাস্টিকের বোতল বিডি ক্লিনের সদস্যরা সারা দেশ থেকে সংগ্রহ করেছেন। ৩০ লাখ শহীদের আত্মত্যাগ স্মরণ করে বিজয়ের মাসে তাঁরা এটা করেছেন। এসব বোতল ও পলিথিন পরিবেশের জন্য হুমকিস্বরূপ, একই সঙ্গে জলাবদ্ধতার কারণ। পরিবেশ দূষণকারী এসব উপাদান জীববৈচিত্র্য নষ্ট করে দিচ্ছে। সিগারেটের ফিল্টার মাটির উর্বরতা নষ্ট করে দিচ্ছে। গত এক মাস ধরে শীতের মধ্যে বিডি ক্লিনের সদস্যরা কাজ করেছেন। সুন্দর আয়োজনে আমি মুগ্ধ।’ এ সময় তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে বিডি ক্লিনকে শুভেচ্ছাস্বরূপ ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন। 

প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দায়িত্ব নিতে হবে জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘বহুজাতিক কোম্পানিগুলো ব্যবসা করছে। তাদের লাভের জন্য দেশ ও দেশের ক্ষতি হবে এটা তো ঠিক না। যখন ড্রেন পরিষ্কার করছি, তখন প্লাস্টিকের বর্জ্য আর চিপস আসছে। আপনারা যে পণ্য উৎপাদন করবেন, তা যেন শহরের ক্ষতি না করে সেই দায়িত্ব আপনাদের নিতে হবে। তা না হলে প্লাস্টিক ও পলিথিন উৎপাদন যারা করছে, তাদের কীভাবে শাস্তির আওতায় আনা যায় সেটা আমরা ভেবে দেখব।’ 

এ ছাড়া আগামী ৪ জানুয়ারি থেকে লেক দূষণ রোধে বনানী, গুলশান ও বারিধারা লেকে বিশেষ অভিযান পরিচালনার কথা জানান মেয়র আতিকুল ইসলাম।

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন