নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে সড়কে ট্রাফিক শৃঙ্খলা রক্ষার্থে মতিঝিল ট্রাফিক বিভাগের অভিযানে ১৩৭টি ভিডিও মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার একদিনের অভিযানেই এসব মামলা করা হয়।
আজ বুধবার এ তথ্য জানান ট্রাফিক–মতিঝিল বিভাগের উপ–পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ মইনুল হাসান।
তিনি বলেন, যেসব চালক ট্রাফিক শৃঙ্খলা অমান্য করেন, ভিডিও থেকে তাঁদের গাড়ির নম্বরটি মিলিয়ে আমরা বিআরটিএ থেকে বিস্তারিত তথ্য নিয়ে একটি চিঠি দেই। যখন আমাদের কাছে তথ্য আসে তখন ট্রাফিক শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি জানিয়ে মামলা দেওয়া হয়।
মইনুল হাসান বলেন, মতিঝিল ট্রাফিক বিভাগে কর্মরত প্রত্যেক সার্জেন্টকে যথাযথভাবে ভিডিও মামলা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ট্রাফিক মতিঝিল বিভাগ সব শ্রেণি–পেশার যাত্রী ও চালকের ট্রাফিক শৃঙ্খলা ও আইন মানার সংস্কৃতি তৈরি করা উচিত।
এর আগে গত মাসে রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা রক্ষার্থে ৮টি ট্রাফিক বিভাগে ভিডিও মামলা চালু করার সিদ্ধান্ত নেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং, উল্টো পথে গাড়ি চলাচল, ঘণ্টার পর ঘণ্টা সড়কের বাম লেন আটকে প্রতিবন্ধকতা তৈরি করাসহ বিভিন্ন অনিয়ম দেখা যায়।