হোম > সারা দেশ > ঢাকা

ট্রাফিক বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে ডিএমপি-জাইকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে ট্রাফিক সমস্যা নিরসনে একযোগে কাজ করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও জাপানের উন্নয়ন সংস্থা জাইকা। যানজট সমস্যা দূর করতে ট্রাফিক পুলিশ সদস্যদের উন্নত প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছে জাপানিজ এই সংস্থা। আজ মঙ্গলবার ডিএমপির মিন্টো রোডের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম-কমিশনার (ট্রাফিক দক্ষিণ) এস এম মেহেদী হাসান। 

মেহেদী হাসান বলেন, ‘নগরবাসীর ট্রাফিক সমস্যা কিছুটা হলেও যেন দূর করতে পারি, তার অংশ হিসেবে আমাদের উন্নয়ন সহযোগী জাইকার সঙ্গে এক হয়ে ডিএমপি বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার মধ্যে রয়েছে জনসচেতনতা তৈরি, ট্রাফিক কর্মকর্তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান। পাশাপাশি ডেটা সংগ্রহ, বিশ্লেষণও চলছে। 

গত দুই বছর ধরে এই কাজ চলমান উল্লেখ করে ডিএমপির যুগ্ম-কমিশনার (ট্রাফিক দক্ষিণ) এস এম মেহেদী হাসান বলেন, ‘এখন যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটি হচ্ছে, ঢাকাবাসীর মধ্যে সামগ্রিকভাবে ট্রাফিক ব্যবস্থা নিয়ে সচেতনতা সৃষ্টি করা। রোড সেফটি, রোড ব্যবহার ও ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার জন্য জাইকা মডেল হিসেবে কাজ করে যাচ্ছে।’ 

ডিএমপি ট্রাফিকের এই কর্মকর্তা আরও বলেন, ‘জাইকার সহযোগিতায় ডেটা অ্যানালাইসিস করে কোন জায়গায় যানজট বেশি হচ্ছে এবং কোন জায়গায় দুর্ঘটনা বেশি হচ্ছে—এসব বিষয়ে বিশ্লেষণ করে সেসব জায়গায় আমরা গুরুত্ব আরোপ করছি। কিছুদিন আগে ডিএমপির ট্রাফিক বিভাগের ১৩ জন পুলিশ সদস্য জাপান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে এসেছে। জাপান ১৯৬০-এর দশক থেকে শিশুদের মধ্যে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার বিষয়গুলো তৈরি করেছে। আমরাও এখন শিশুদের ভেতরে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার বিষয়গুলো প্রবেশ করানোর জন্য কাজ করছি।’ 

সংবাদ সম্মেলনে জাইকার দুই কর্মকর্তা উপস্থিত ছিলেন।

‘দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা’

কবি নজরুলের নাতি বাবুল কাজী ‘লাইফ সাপোর্টে’

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সেকশন