ঢামেক প্রতিবেদক
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) পাভেল রহমান (৫৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে কারারক্ষীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাভেল রহমান ওয়ারী নারিন্দা রোড এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম গোলাপ রহমান। পাভেলের হাজতি নম্বর-৭০৬৪ / ২৪।
কারা সূত্রে জানা গেছে, হঠাৎই বুকে ব্যথা শুরু হলে পাভেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি রাজধানীর সূত্রাপুর, ওয়ারী, বংশাল ও গেন্ডারিয়া থানার মানি লন্ডারিং মামলার আসামি হিসেবে কারাগারে বন্দী ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কারারক্ষীরা ওই বন্দীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।