নরসিংদী প্রতিনিধি
জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে বন্ধ হয়ে যাওয়া নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের ৫ নম্বর ইউনিট দীর্ঘ সাত দিন পর চালু করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার পর থেকে ইউনিটটি পর্যাপ্ত তাপ দিতে সক্ষম হচ্ছে বলে নিশ্চিত করেছেন বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী জহুরুল ইসলাম।
জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। এতে হঠাৎ করে ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের ৪ ও ৫ নম্বর ইউনিট দুটি বন্ধ হয়ে যায়। পরে এক ঘণ্টার মধ্যে ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিটটি চালু করা হলেও ৫ নম্বর ইউনিটটি চালু করা যায়নি। এটির সেফটি বাল্ব ফেটে যাওয়ার কারণে বন্ধ ছিল। দীর্ঘ সাত দিনের চেষ্টার পর গতকাল সকালে ৫ নম্বর ইউনিটে পাওয়ার দিলে সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হয়। ফলে জাতীয় গ্রিডে আরও ২১০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে।
এ বিষয়ে প্রধান প্রকৌশলী বলেন, ৫ নম্বর ইউনিটের সেফটি বাল্ব ফেটে যাওয়ায় ইউনিটটি চালু করা সম্ভব হয়নি। দীর্ঘ সাত দিনের চেষ্টার পর গতকাল সন্ধ্যার পর থেকে ইউনিটটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।