হোম > সারা দেশ > ঢাকা

শাহ আলী থানার চেকপোস্টে বস্তায় মিলল হনুমান, গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উদ্ধার করা হনুমান। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে নিয়মিত পুলিশ চেকপোস্ট চলাকালে তিনটি হনুমান উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহ আলী থানা-পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে গত বৃহস্পতিবার হনুমান তিনটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. নজরুল (৩৫)। তাঁর বাড়ি বাগেরহাটের শরণখোলায়।

শাহ আলী থানা সূত্রে জানানো হয়, গত বৃহস্পতিবার থানার একটি টহল টিম মিরপুরের মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে নিয়মিত চেকপোস্ট বসিয়েছিল। চেকপোস্ট চলাকালে দিবাগত রাত সাড়ে ৩টার দিকে একটি সিলভার রঙের প্রবক্স গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে গাড়িটি থামিয়ে চেক করা হয়। সেই গাড়ির পেছনের ডালায় দুটি বস্তায় ও একটি লোহার খাঁচায় তিনটি হনুমান দেখতে পাওয়া যায়।

গাড়ির চালক নজরুলকে হনুমান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেনি এবং কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং হনুমান তিনটি উদ্ধার করে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করে। একই সঙ্গে হনুমান বহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।

সূত্র আরও জানায়, নজরুল মিরপুর-১১ এর মাহিম এ্যাকুরিয়াম বার্ড প্যালেসের মো. হাদিছ ওরফে নিরবের (৩২) কাছ থেকে হনুমান তিনটি নিয়েছিল। তিনি হনুমানগুলো চুয়াডাঙ্গার অজ্ঞাতনামা এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনসহ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। মামলায় নজরুল এবং পলাতক মো. হাদিছ ওরফে নিরব ও অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। গ্রেপ্তার নজরুলকে আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

কবি নজরুলের নাতির চিকিৎসায় বার্ন ইনস্টিটিউটে মেডিকেল বোর্ড

নগরকান্দায় ঢাল-সড়কি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

বিয়ে করলেন সোহেল তাজ

জাবিতে ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে গিয়ে আটক হলেন ছাত্রদল নেতাও

মাটিতে মিশে যাচ্ছে ১১ গাড়ি, যন্ত্রাংশ চুরি

জাবি ছাত্রদলের সদস্যসচিবের ওপর হামলা চেষ্টা, ক্যাম্পাসে উত্তেজনা

সেকশন