হোম > সারা দেশ > ঢাকা

মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার। ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় একটি গাড়ি দুমড়ে–মুচড়ে গেছে। আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুইজন আহত হয়েছেন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, অসতর্কভাবে একটি প্রাইভেটকার ইউটার্ন নিচ্ছিল। তখন ট্রেনটি ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেল ক্রসিংয়ের সিগন্যাল পড়ার পর রেললাইন ঘেঁষে ইউটার্ন নিচ্ছিল অনেক গাড়ি। হাতিরঝিল থেকে প্রবেশ করা গাড়ি রেললাইনের সিগন্যালের পাশ দিয়ে ইউটার্ন নিয়ে এফডিসির দিকে যাচ্ছিল। তখন তেজগাঁও এর দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রেন প্রাইভেটকারকে ধাক্কা দেয়। প্রাইভেটকার আবার একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি বেশি ক্ষতিগ্রস্ত হয়। পরে প্রাইভেটকারে থাকা যাত্রী ও চালক গাড়ি রেখে চলে যায়। গাড়িটির মালিকের বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি কেউ। এতে দুজন আহত হন বলে জানিয়েছেন তারা।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারের মালিক শনাক্তের চেষ্টা চলছে। তারা ঘটনার পর গাড়ি ফেলে চলে গেছে।

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন