হোম > সারা দেশ > ঢাকা

মহাখালীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ছাত্র নিহত

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর মহাখালীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনায় তাঁর এক পা ও এক হাত শরীর থেকে পৃথক হয়ে গেছে। আজ শুক্রবার মহাখালী রেল ক্রসিং সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

রেলওয়ে পুলিশ জানিয়েছে, নিহত ওই ছাত্র রাজধানীর শাহজাদপুর এলাকায় বসবাস করত এবং সে একজন শিক্ষার্থী। 

জানা গেছে, নিহত ওই যুবকের বয়স আনুমানিক ২০। তবে তাৎক্ষণিকভাবে তাঁর বিস্তারিত পরিচয় শনাক্ত করা যায়নি। 

রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শানু মং আজকের পত্রিকাকে বলেন, ‘ময়মনসিংহের তারাকান্দা থেকে ঢাকাগামী অগ্নিবীণা ট্রেনে কাটা পড়ে ওই যুবক নিহত হয়েছে। দুর্ঘটনায় তাঁর এক হাত ও এক পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও তাঁর মাথার বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।’ 

শানু মং বলেন, ‘নিহত ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে কমলাপুর রেলওয়ে থানায় রাখা হয়েছে। পরবর্তীতে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

এএসআই শানু মং আরও বলেন, ‘নিহত ওই ছাত্রের সঙ্গে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। মোবাইল ফোনের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। জানা গেছে, তাঁর বাড়ি রংপুর জেলায়।’ স্বজনেরা রেলওয়ে থানায় আসছেন বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

সেকশন