হোম > সারা দেশ > ঢাকা

ফাইল্যার মেলা বন্ধে ইউএনওর নির্দেশ

সখীপুর প্রতিনিধি

সখীপুরে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে পাঁচ দিন ধরে চলা ফাইল্যা পাগলার মেলা বন্ধের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী। গতকাল মঙ্গলবার বিকেলে ইউএনও মেলাস্থলে উপস্থিত হয়ে মাইকে আধা ঘণ্টার মধ্যে মেলা বন্ধ করার নির্দেশ দেন। সন্ধ্যার পর বেশ কিছু দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। তবে বড় দোকানগুলো আজ বুধবার সকাল ৯টা পর্যন্ত সময় নিয়েছে। এ সময় পাঁচ দোকানিকে জরিমানা করা হয়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন দূর-দূরান্তর হাজারো লোকজন মানত করা মোরগ, খাসি, গরু ও মোমবাতিসহ নানা রকম পণ্যসামগ্রী নিয়ে মেলায় আসেন। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় মেলা স্থগিতের নির্দেশ দিয়েছিল প্রশাসন। প্রশাসনের সেই নির্দেশ তোয়াক্কা না করেই পাঁচ দিন ধরে চলছিল এ মেলা। পরে গতকাল মঙ্গলবার মেলা বন্ধ করতে অভিযানে আসেন ইউএনও চিত্রা শিকারী।

এ সময় ইউএনও উপস্থিত দর্শনার্থী ও দোকানদারদের উদ্দেশ্য করে বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রায় এক সপ্তাহ ধরে মেলাটি চলছে। কিন্তু স্বাস্থ্যবিধির বিষয়টি বিবেচনা করে এখন আর মেলাটি চলতে দেওয়া যাচ্ছে না। আধা ঘণ্টার মধ্যে আপনারা মেলা ত্যাগ করেন। দোকানদাররাও মালামাল গুছিয়ে চলে যান। অন্যথায় আইন-শৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করে আপনাদের তাড়িয়ে দিতে ব্যবস্থা নেবে।’

পরে ৫ দোকানিকে জরিমানা করেছেন। সন্ধ্যার পর বেশ কিছু দোকানপাট চলে গেছে। বড় দোকানগুলো বুধবার সকাল ৯টা পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন। মেলায় দর্শনার্থীর সংখ্যাও কমে গেছে। 

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

বিয়ে করলেন সোহেল তাজ

জাবিতে ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে গিয়ে আটক হলেন ছাত্রদল নেতাও

মাটিতে মিশে যাচ্ছে ১১ গাড়ি, যন্ত্রাংশ চুরি

জাবি ছাত্রদলের সদস্যসচিবের ওপর হামলা চেষ্টা, ক্যাম্পাসে উত্তেজনা

এনসিটিবির সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

জুলাই আন্দোলন: হাসপাতালের দরজা খোলেনি নিরাপত্তাকর্মীরা, সিঁড়িতেই ইসমাইলের মৃত্যু

জাবি ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার, ৩ নেতাকে অব্যাহতি

সেকশন