হোম > সারা দেশ > খুলনা

করোনায় আক্রান্ত বাঘারপাড়ার ইউএনও তানিয়া আফরোজ

প্রতিনিধি

বাঘারপাড়া (যশোর): যশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজসহ আরও ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ডা. শাহ-আলম রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন। 

ডা. শাহ-আলম রুবেল জানান, গত শনিবার ইউএনও তানিয়া আফরোজ স্যারসহ ৯ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা শেষে সোমবার জানা যায় ইউএনও স্যার, হাসপাতালের দুজন নার্স ও একজন আয়াসহ ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬১ জন। এদের মধ্যে একজন হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। 

সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত জানান, ইউএনও স্যার সুস্থ আছেন। আপনারা সবাই তাঁর জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে উঠতে পারেন। উপজেলার করোনা পরিস্থিতি বিষয়ে তিনি বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উপজেলার কয়েকটি এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্যও আহ্বান জানান। 

মাগুরায় শ্রমিকনেতার মরদেহ উদ্ধার

ফকিরহাটে ৫ তুলার গুদামে আগুন লেগে ২ কোটি টাকার ক্ষতি

মধুমেলার আগেই বাড়ছে ভিড়

বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক, আতঙ্ক

যশোরে ২৪ মামলার আসামি সন্ত্রাসী রাকিব গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড

১০ দিনের মাথায় ওএসডি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ছাত্রলীগ নেতা লেখকের ভেবে জামায়াত নেতার মাছ লুট

দৌলতপুরে বিএনপি নেতার বাড়িতে অভিযান, নগদ অর্থ ও ইয়াবা উদ্ধার

দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩

যশোরে ভৈরব নদে মিলল ইজিবাইকচালকের লাশ, ৩ বন্ধু আটক

সেকশন