হোম > সারা দেশ > খুলনা

ডিবি হেফাজতে নির্যাতন হয়নি, আলাদা রাখা হয়েছিল: জানালেন নুসরাতের বাবা

কুষ্টিয়া প্রতিনিধি

মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে আজ বৃহস্পতিবার ছেড়ে দেওয়া হয়েছে। ডিবি হেফাজত থেকে ছাড়া পাওয়া সমন্বয়কদের একজন নুসরাত তাবাসসুম জ্যোতি। তাঁর বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা বাগুয়ান গ্রামে। নুসরাতের বাবা আব্দুল হালিম বলেন, ‘ডিবি হেফাজতে নির্যাতন বা অন্য কোনো সমস্যা হয়নি, মেয়েকে আলাদা রাখা হয়েছিল।’

আব্দুল হালিম উপজেলার কেসিবিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজকের পত্রিকাকে ডিবি হেফাজত থেকে মেয়ের ছাড়া পাওয়ার বিষয়টি নিশ্চিত করে আজ সন্ধ্যায় মোবাইল ফোনে তিনি ওই কথা বলেন। তিনি বর্তমানে রাজধানীর মিরপুরে এক আত্মীয়ের বাড়িতে পরিবারসহ অবস্থান করছেন। আজ দুপুরে পরিবারের জিম্মায় নুসরাত তাবাসসুম জ্যোতিকে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

ডিবি হেফাজতে মেয়েকে কোনো প্রকার নির্যাতন করা হয়েছে কিনা জানতে চাইলে জবাবে আব্দুল হালিম বলেন, ‘মেয়ে ফিরে আসার পর তার সঙ্গে কথা হয়েছে। সে জানিয়েছে, কোনো সমস্যা হয়নি। তাকে আলাদা রাখা হয়েছিল।’ জোর করে কোনো বিবৃতি নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘মেয়ের ক্ষেত্রে এমন কিছু হয়নি।’

বিভিন্ন সূত্রে জানা গেছে মেয়েকে ডিবি হেফাজতে নেওয়ার পর আপনাদেরও দৌলতপুর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে নুসরাতের বাবা বলেন, ‘এমনটা নয়, আমরা মেয়ের খবর জানতে পেরে ঢাকায় এসেছিলাম। আমি নিজেও অসুস্থ। চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছি।’ তবে বিশ্রামে থাকায় নুসরাতের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। গত রোববার তাঁকে ডিবি হেফাজতে নেওয়া হয়।

ছাত্রলীগ নেতার ভেবে জামায়াত নেতার মাছ লুট: বিএনপির দুজন বহিষ্কার

খুলনায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবদল নেতার মৃত্যু, আটক ১

সুন্দরবন থেকে ২৫ কেজি হরিণের মাংস জব্দ

মাগুরায় শ্রমিকনেতার মরদেহ উদ্ধার

ফকিরহাটে ৫ তুলার গুদামে আগুন লেগে ২ কোটি টাকার ক্ষতি

মধুমেলার আগেই বাড়ছে ভিড়

বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক, আতঙ্ক

যশোরে ২৪ মামলার আসামি সন্ত্রাসী রাকিব গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড

১০ দিনের মাথায় ওএসডি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ছাত্রলীগ নেতা লেখকের ভেবে জামায়াত নেতার মাছ লুট

সেকশন