হোম > সারা দেশ > খুলনা

কুমারখালীতে সালিশি বৈঠকে ছুরিকাঘাতে বৃদ্ধ খুন, আহত ১

প্রতিনিধি, কুমারখালী (কুষ্টিয়া) 

কুষ্টিয়ার কুমারখালীতে সালিশি বৈঠক চলার সময় মোক্তার প্রামাণিক (৭০) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই হোসেন আলী মাস্টার নামের আরও একজন আহত হয়েছেন। গতকাল বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার চর সাদিপুর ইউনিয়নের ঘোষপুর হঠাৎপাড়া তজিরুননেছা জামে মসজিদ এলাকায় ঘটনাটি ঘটে। আহত ব্যক্তি পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরের দিকে তজিরুননেছা জামে মসজিদ এলাকায় নিহতের বোন জামাইয়ের বিরুদ্ধে প্রতিবেশী এক ব্যক্তির প্রতিবন্ধী স্ত্রীর ঘরে প্রবেশের ঘটনা ঘটে। এই ঘটনাটি মিটমাটের জন্য সন্ধ্যায় সালিশি বৈঠক ডাকা হয়। 

সালিশি বৈঠকে নিহতের বোন জামাই উপস্থিত না থাকায় ভুক্তভোগীর লোকজন আক্রমণ চালায়। তাঁদের আক্রমণের একপর্যায়ে মোক্তার প্রামাণিক ও তাঁর চাচাতো ভাই হোসেন আলী মাস্টার গুরুতর আহত হন। তাঁদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মোক্তার প্রামাণিককে মৃত ঘোষণা করেন। 

ছুরিকাঘাতে আহত হোসেন আলী মাস্টারের ছেলে সাখাওয়াত বলেন, আমার চাচাতো ফুপা এক মহিলার ঘরে ঢুকেছিল। এ নিয়ে সন্ধ্যায় আমরা প্রায় ১০ জন সালিশে যাই। সালিশে আমার ফুপাকে হাজির না করায় ওরা হামলা চালায়। এ সময় আমার চাচা মোক্তার প্রামাণিক ও বাবা হোসেন আলী মাস্টার ছুরিকাঘাতের আহত হন। এরপর তাঁদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তার চাচাকে মৃত ঘোষণা করেন এবং বাবা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

চর সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বলেন, অনৈতিকভাবে আরেকজনের স্ত্রীর ঘরে প্রবেশ করা নিয়ে সালিশ চলছিল। এ সময় তাঁদের মারামারি হয়। এতে ছুরিকাঘাতে মোক্তার নামের একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, সালিশে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। তবে এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। 

দৌলতপুরে ঘন কুয়াশায় দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

দুদকের অভিযানে মিলল অভিযোগের সত্যতা

শিল্পকর্মগুলো এখন শুধুই স্মৃতি

যৌক্তিক ভাড়া নির্ধারণ চেয়ে বিক্ষোভ

চৌগাছায় বাঁওড় থেকে কোটি টাকার মাছ লুটের অভিযোগ, তদন্তের নির্দেশ

জামিনে মুক্তি মেলেনি যশোর আ.লীগ সভাপতি মিলনের

বর্ণিল সাজে সাগরদাঁড়ি, কাল শুরু মধুমেলা

ইবি ক্যাম্পাসের প্রধান ফটকে বাস আটকে ভাঙচুর

ফকিরহাটে ওএমএসের ৬০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২

মানবিক চিকিৎসক হতে চান, দুশ্চিন্তা খরচ নিয়ে

সেকশন