হোম > সারা দেশ > খুলনা

ভোটে জিতলেন একজন, গেজেট প্রকাশ হলো আরেকজনের নামে

যশোর প্রতিনিধি

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদে মতিয়ার রহমান পেয়েছিলেন ৬৬৬ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী পেয়েছিলেন ৬৫১ ভোট। জয়-পরাজয়ে দুজনের মাঝে ব্যবধান ছিল ১৫ ভোটের। নির্বাচন শেষে তাই প্রিসাইডিং অফিসার মতিয়ারকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। কিন্তু সরকারি গেজেটে সে ফল উল্টে গেছে। সেখানে বিজয়ী দেখানো হয়েছে নির্বাচনের মাঠে ১৫ ভোটে পরাজিত প্রার্থী শামসুর রহমানকে। 

ঘটনাটি যশোর সদর উপজেলার কাশিমপুর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের। সম্প্রতি গেজেটে নিজের নাম পেয়ে শামসুর রহমান শুভেচ্ছাবিনিময়ে নামলে বিষয়টি জনসাধারণের নজরে আসে। আর তাতেই সৃষ্টি হয় তোলপাড়। 

গত ৫ জানুয়ারি যশোর সদরে অনুষ্ঠিত হয় পঞ্চম ধাপের ইউপি নির্বাচন। ভোট গণনা শেষে রাতে সদরের কাশিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মতিয়ার রহমানকে ১৫ ভোটে বিজয়ী ঘোষণা করেন মিরাপুর দাখিল মাদ্রাসায় দায়িত্বরত প্রিসাইডিং অফিসার। পরবর্তী সময়ে প্রিসাইডিং অফিসার স্বাক্ষরিত ফলাফলের কপি নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীর এজেন্টরা বুঝে নেন। 

ফলাফল অনুযায়ী টিউবওয়েল প্রতীকে মতিয়ার রহমান পান ৬৬৬ ভোট। অন্যদিকে তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী শামসুর রহমান পান ৬৫১। 

এরপর বিজয়ী প্রার্থী মতিয়ার রহমানকে গলায় ফুলের মালা দিয়ে বিজয় মিছিল করেন তাঁর কর্মী-সমর্থকেরা। আনন্দ-উল্লাসের পাশাপাশি করানো হয় মিষ্টিমুখ। তারপর থেকেই দায়িত্ব গ্রহণের অপেক্ষায় ছিলেন মতিয়ার। 

নির্বাচনের ২২ দিন পর ২৭ জানুয়ারি প্রকাশ পায় সরকারি গেজেট। তাতে সদস্য হিসেবে নাম পাওয়া যায় ১৫ ভোটে পরাজিত প্রার্থী শামসুর রহমানের। 

গেজেটে উল্লেখ আছে, কাশিমপুর ইউনিয়নে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম শামসুর রহমানকে বিজয়ী দেখিয়ে নির্বাচন কমিশনে ফল পাঠিয়েছেন। এতে হতবাক স্থানীয়রা।

কেন্দ্রে ঘোষিত ফলাফলে বিজয়ী মতিয়ার রহমান বলেন, ‘সবার উপস্থিতিতে ভোট গণনায় আমি বিজয়ী হয়েছি। এটি সবাই জানেন। এ বিষয়ে নির্বাচন কমিশনে আমি চিঠি পাঠাব। প্রয়োজনে আইনের দ্বারস্থ হব।’ 

অপরদিকে গেজেটে বিজয়ী শামসুর রহমান বলেন, ‘কেন্দ্রেও আমি বিজয়ী হয়েছিলাম। তবে একটি পক্ষ প্রভাব খাটিয়ে আমাকে বাদ দিয়ে মতিয়ার রহমানকে বিজয়ী ঘোষণা করে। গেজেটে সত্য চিত্রটিই তুলে ধরা হয়েছে।’ 

কাশিমপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শরিফুল ইসলাম বলেন, ‘কেন্দ্রের ফলাফলে মতিয়ার রহমানকে ১৫ ভোটে জয়ী ঘোষণা করা হয়। তবে কী কারণে গেজেটে তাঁর নাম এল না, সেটি আমার বোধগম্য নয়।’ 

যশোরের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা হুমায়ূন কবির বলেন, বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হয়েছে। সেখানে সংশোধনের প্রক্রিয়া চলছে।

কীভাবে এমন ভুল হলো এবং যিনি ভুল করেছেন তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, এমন প্রশ্নের সঙ্গে সঙ্গেই হুমায়ূন কবির ফোন কেটে দেন। 

ছাত্রলীগ নেতার ভেবে জামায়াত নেতার মাছ লুট: বিএনপির দুজন বহিষ্কার

খুলনায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবদল নেতার মৃত্যু, আটক ১

সুন্দরবন থেকে ২৫ কেজি হরিণের মাংস জব্দ

মাগুরায় শ্রমিকনেতার মরদেহ উদ্ধার

ফকিরহাটে ৫ তুলার গুদামে আগুন লেগে ২ কোটি টাকার ক্ষতি

মধুমেলার আগেই বাড়ছে ভিড়

বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক, আতঙ্ক

যশোরে ২৪ মামলার আসামি সন্ত্রাসী রাকিব গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড

১০ দিনের মাথায় ওএসডি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ছাত্রলীগ নেতা লেখকের ভেবে জামায়াত নেতার মাছ লুট

সেকশন