হোম > সারা দেশ > খুলনা

নৌকার বিরোধিতা করায় যশোরে ২৮ নেতাকে বহিষ্কার

যশোর প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরোধিতা করায় ২৮ আওয়ামী নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জন বর্তমান ইউপি চেয়ারম্যানও রয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে যশোর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।

জেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্র থেকেই নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। সুতরাং যারা প্রকৃতভাবে দল করে তাঁরা এখানে বিরোধিতা করবেন না। আমরা এর আগের নির্বাচনেও বিদ্রোহীদের সঙ্গে কথা বলেছি, তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করেছি। যারা কথা শোনেননি তাঁদের বহিষ্কার করা হয়েছে।’ 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র হায়দার গনি খান পলাশ, সহসভাপতি মেহেদী হাসান মিন্টু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিবুর রহমান বাবু, প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দীন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন টগর প্রমুখ। 

বহিষ্কৃতরা হলেন, নওয়াপাড়া ইউনিয়ন থেকে যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কাজী আলম ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হুমায়ূন কবির তুহিন, হৈবতপুর ইউনিয়ন থেকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যশোরের সহসভাপতি আহম্মদ আলী ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হরেন কুমার বিশ্বাস, ইছালী থেকে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আইয়ুব হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আনিছুর রহমান ডেভিড, সাবেক ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ, উপশহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন রত্ন, কাশিমপুরে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম সাইফুল, চুড়ামনকাটিতে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান মুন্না, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির মিলন, দেয়াড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আনিছুর রহমান, আরবপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, সদস্য নুরুল ইসলাম ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফারুক আহমেদ বাবু, চাঁচড়ায় সাবেক ছাত্রলীগ নেতা শামীমে রেজা ও জেলা তাঁতীলীগ নেতা ফারুখ হোসেন, রামনগর ইউনিয়নে জেলা তরুণলীগের যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান লাইফ, ফতেপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন, মহিলা আওয়ামী লীগের সদস্য ফাতেমা আনোয়ার ও শিল্পী বেগম, কচুয়াতে জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি শেখ মাহমুদ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ ও কাজী হাফিজুর রহমান রত্ন এবং নরেন্দ্রপুর থেকে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. জাকির হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস ও যশোর সদর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক রাজু আহমেদ।

এমএম কলেজে বহিরাগতদের সঙ্গে ছাত্রদলের কর্মীদের সংঘর্ষ

চুয়াডাঙ্গায় তাপমাত্রার উন্নতি, ফের কমতে পারে ২৬ জানুয়ারি থেকে

লীগ বলয়ের সন্ত্রাসী রাকিবের বিএনপিতে ভেড়ার চেষ্টা

ছাত্রলীগ নেতার ভেবে জামায়াত নেতার মাছ লুট: বিএনপির দুজন বহিষ্কার

খুলনায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবদল নেতার মৃত্যু, আটক ১

সুন্দরবন থেকে ২৫ কেজি হরিণের মাংস জব্দ

মাগুরায় শ্রমিকনেতার মরদেহ উদ্ধার

ফকিরহাটে ৫ তুলার গুদামে আগুন লেগে ২ কোটি টাকার ক্ষতি

মধুমেলার আগেই বাড়ছে ভিড়

বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক, আতঙ্ক

সেকশন