যশোর প্রতিনিধি
যশোরে কুড়িয়ে পাওয়া একটি পিতলের বোতল বিস্ফোরিত হয়ে বাদশা (৩০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। আজ সোমবার সকালে শহরতলির শেখহাটি এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহত বাদশাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শেখহাটি মুন্সিপাড়া গ্রামের মৃত বাবলু মিয়ার ছেলে।
আহত বাদশা জানান, তিনি পুরাতন জিনিসপত্র ক্রয়-বিক্রয় করেন। সম্প্রতি পিতলের একটি বোতল তিনি কুড়িয়ে পান। সেটি আজ সকালে বিক্রির জন্য বাজারে নিয়ে যান। একপর্যায়ে তিনি বোতলটি খোলার জন্য মুখে থাকা সুতা টান দেন। এতে সঙ্গে সঙ্গেই বোতলটির বিস্ফোরণ ঘটে।
যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ জানান, বিস্ফোরণের ঘটনায় আহত বাদশাকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। আপাতত তিনি শঙ্কামুক্ত। তবে তাঁর শরীরে একাধিক ক্ষত তৈরি হয়েছে। যা শুকাতে সময় লাগতে পারে।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, খবর পেয়েই পুলিশের টিম ঘটনাস্থলে গিয়েছে এবং আলামত সংগ্রহ করেছে। বিস্ফোরিত জিনিসটি কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে, সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।