হোম > সারা দেশ > রাজশাহী

মন্ত্রীর দেওয়া গরু পেলেন ঘানি টানা রেজিয়া খাতুন

ঠাকুরগাঁও প্রতিনিধি

আপডেট: ২৮ অক্টোবর ২০২১, ২৩: ৪৯

রেজিয়া বেওয়া ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের আরাজি ঢাঙ্গিপুকুর তেলিপাড়া গ্রামের বাসিন্দা। অসহায় বৃদ্ধা রেজিয়া বেওয়া (৭৫) গরুর অভাবে নিজের ঘাড়ে জোয়াল নিয়ে তেলের ঘানি টেনে জীবিকা নির্বাহ করছিলেন। বিভিন্ন মিডিয়ায় এমন খবর দেখে তাঁকে একটি গরু উপহার সহায়তা পাঠিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। 

গরু পেয়ে বৃদ্ধা আনন্দে কেঁদে ফেলেন এবং মন্ত্রী ইয়াফেস ওসমানকে মানবিক মন্ত্রী উল্লেখ করে ধন্যবাদ জানান। 

মন্ত্রীর পক্ষ থেকে গতকাল বুধবার রেজিয়া খাতুনের নিজ বাড়িতে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে গরু ও দুই হাজার টাকা উপহার তুলে দেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আ স ম গোলাম ফারুক রুবেল ও সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. নাজমুল হুদা শাহ্ অ্যাপোলো। 

এ সময় উপস্থিত ছিলেন গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফিজার রহমান দুলাল, সাধারণ সম্পাদক রইচ উদ্দিন সাজু, সাবেক ইউপি সদস্য খসরু আহমেদ, সমাজ সেবক সাজ্জাদুর রহমান শাহ (সোহেল), ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ অন্যান্যরা। 

যারা ইচ্ছাকৃতভাবে অন্যায় করেছে তাদের বিচার হবে: আইজিপি

অগ্নিসংযোগের মামলা থেকে সাবেক উপমন্ত্রী দুলুর মুক্তি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাহিনকে ছাত্রলীগ কর্মী দাবি, পরিবারের ক্ষোভ

৯ দফা দাবিতে রুয়েট প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

সেকশন