ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আবাসিক এলাকা থেকে এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার আবাসিক এলাকার গ্রিনসিটি ভবনের ১৪৬ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাশিয়ান ওই নারীর নাম রিয়াবোভা গুলনারা (৫১)। তিনি প্রকল্পের মূল ঠিকাদারি প্রতিষ্ঠান এটমস্ট্রয় এক্সপোর্ট (এএসই) প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা।
পুলিশ জানায়, রিয়াবোভা গুলনারা প্রতিদিনের মতো গতকাল বুধবার রাতে নিজ কক্ষে ঘুমাতে যান। এরপর কক্ষ থেকে আর বের হননি। আজ সকালে সহকর্মীরা তাঁকে ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে থানায় খবর দেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ময়নাতদন্তর প্রতিবেদন পেলে বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে।