প্রতিনিধি, গুরুদাসপুর (নাটোর)
নাটোরের গুরুদাসপুর উপজেলায় তুলি খাতুন (১৮) মায়ের সঙ্গে অভিমান করে বিষপান করে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টার বিষপান করেন আত্মহত্যা করেন।
নিহত তুলি খাতুন চাপিলা ইউনিয়নের মকিমপুর গ্রামের তফিক রহমানের মেয়ে।
জানা যায়, ১ মাসে আগে পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার মেরিগাছা গ্রামের ওমর দেওয়ানের ছেলে শাহিন দেওয়ানের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি বাবার বাসাতেই ছিল। ঘটনার দিন তুলির সঙ্গে তাঁর মায়ের কথা-কাটাকাটি হয়। এ ঘটনায় তিনি মায়ের সঙ্গে অভিমান করে বিষপান করে। বিষপানের বিষয়টি তাঁর পরিবার ও আত্মীয়স্বজন বুঝতে পেরে পার্শ্ববর্তী বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে বেলা ১০টার দিকে আহাম্মদপুর নামক স্থানে তাঁর মৃত্যু হয়। আহম্মেদপুর রাবেয়া ক্লিনিকের কর্তব্যরত ডাক্তার আয়শা খাতুন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক বলেন, মায়ের সঙ্গে অভিমানে তিনি আত্মহত্যা করেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।