হোম > সারা দেশ > রাজশাহী

ছাত্রদের অভিযোগে পাকশী রেলওয়ের ২ কর্মকর্তা বরখাস্ত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

ফাইল ছবি

বিনা টিকিটের ট্রেনযাত্রী থেকে বাড়তি টাকা নেওয়ার অভিযোগে পাবনার পাকশীতে দুই রেল কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন ও বাণিজ্যিক কর্মকর্তা স্বাক্ষরিত পৃথক আদেশ তাঁদের বরখাস্ত করা হয়।

বরখাস্ত ব্যক্তিরা হলেন পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে সংযুক্ত ট্রেন পরিচালক (গার্ড) জাকারিয়া সোহাগ এবং টিকিট পর্যবেক্ষক (টিটিই) নয়ন ইসলাম।

রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার চাঁপাইনবাবগঞ্জ থেকে ঈশ্বরদী হয়ে ঢালারচর অভিমুখী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে টিকিট চেক করার সময় যাত্রীদের কাছ বাড়তি টাকা গ্রহণের বিষয়টি ছাত্রদের কাছে ধরা পড়ে। পরে তাঁরা অভিযোগ দায়ের করেন।’

সূত্রে জানা যায়, রহনপুর স্টেশন থেকে বেলা সাড়ে ৩টার দিকে পাবনার ঢালারচর অভিমুখে ছেড়ে আসে ঢালারচর এক্সপ্রেস ট্রেন। ওই ট্রেন দায়িত্বরত টিটিই নয়ন ইসলাম ও ট্রেন পরিচালক জাকারিয়া সোহাগ বিনা টিকিটের যাত্রীদের কাছে বাড়তি টাকা নিয়ে টিকিট দেননি।

পরে রাজশাহী স্টেশন থেকে ট্রেনে থাকা কয়েকজন ছাত্রের কাছে যাত্রীরা অভিযোগ করেন। বিষয়টি বুঝতে পেরে দায়িত্বরত টিটিই ও গার্ড প্রথমে অস্বীকার করলেও পরে তাঁরা ছাত্রদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

কিন্তু ছাত্ররা রাতেই বিষয়টি রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের কয়েকজন কর্মকর্তাকে অবহিত করেন। পরে এ ঘটনায় আজ পাকশী রেলওয়ে বিভাগীয় দপ্তর প্রধানের স্বাক্ষরিত পৃথক পত্রাদেশে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সাবেক ছাত্রলীগ নেতাকে অপহরণ করে টাকা আদায়ের চেষ্টা, গ্রেপ্তার ২

‘সমন্বয়ক’ পরিচয়ে মুক্তিপণ দাবি, ৩ জনের নামে মামলা

বিএনপির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে লুটের মামলা তদন্তে পিবিআই

দেড় দশক পর রাজশাহীর মাদ্রাসা মাঠে জামায়াতের কর্মী সম্মেলন

সেকশন