হোম > সারা দেশ > রাজশাহী

চিকিৎসকদের অবহেলায় চাটমোহর হাসপাতালে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার অভাবে এবং চিকিৎসকদের অবহেলায় সালেহা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকাল ১১টায় ভর্তির পর বেলা ৩টায় ওই বৃদ্ধার মৃত্যু হয়।

সালেহা খাতুন উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাড়োয়া গ্রামের শামসুদ্দিন মোল্লার স্ত্রী। 

বৃদ্ধার ছোট ছেলে আবুল কালাম আজাদ জানান, বুধবার সকালে তাঁর বড় ভাই আব্দুস সালাম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁর পরিবারের সদস্যরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অসুস্থ বড় ভাইকে দেখার জন্য সকাল ১০টার পর তাঁর মা সালেহা খাতুন হাসপাতালে যান। সেখানে যাওয়ার পর হঠাৎ তাঁর মাও অসুস্থ হয়ে পড়েন। এরপর চিকিৎসক তাঁর মাকে প্রাথমিকভাবে দেখে ওষুধ লিখে হাসপাতালে ভর্তি করে বেডে পাঠিয়ে দেয়। 

আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেন, ‘আমরা ওষুধ নিয়ে এসে দুই ঘণ্টা অপেক্ষা করেছি, বারবার ডাক্তার, নার্সদের ডেকেছি। কিন্তু তাঁরা আমার মায়ের কাছে আসেনি এবং কোনো চিকিৎসাও দেয়নি। বেলা ৩টার দিকে আমার অসুস্থ মা হাসপাতালেই বিনা চিকিৎসায় আমাদের চোখের সামনে মারা গেছে।’ 

আজাদ আরও বলেন, ‘‘শুধুমাত্র ডাক্তারদের অবহেলায় আমার মা বিনা চিকিৎসায় হাসপাতালে মারা গেল। আমি এই সকল অপরাধী ডাক্তারদের শাস্তি চাই। আগামীকাল এই সকল ডাক্তারদের শাস্তি দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দেব।’’ 

এ ব্যাপারে চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে ভুক্তভোগীরা আমার নিকট লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখব। এ ছাড়া সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করব।’

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম: যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বিজিবির ওপর হামলা চালিয়ে মহিষ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে

প্রথমবার বিপিএলের ট্রফি রাজশাহীতে, ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

সেকশন