হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে লুট হওয়া মালামাল উদ্ধারে মাঠে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সরকার পতনের দিন রাজশাহীর বিভিন্ন স্থানে লুট হয়ে যাওয়া মালামাল উদ্ধারে মাঠে নেমেছেন সেনাবাহিনীর সদস্যরা। এ কাজে সঙ্গে নেওয়া হয়েছে শিক্ষার্থী ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদেরও। এরই মধ্যে লুট হওয়া বিভিন্ন ধরনের বেশ কিছু মালামাল উদ্ধার হয়েছে। 

আজ শনিবার প্রথম দিন রাজশাহী নগরীর কোর্ট বুলনপুর এলাকায় লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চালানো হয়। সকাল থেকেই হ্যান্ড মাইক নিয়ে বুলনপুর এলাকার অলিগলি ঘুরে ঘুরে সরকারি স্থাপনা থেকে লুটকৃত মূল্যবান মালামাল ফিরিয়ে দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তাঁরা। 

এরপর তাঁদের সেই আহ্বানে সাড়া দিয়ে মানুষজন দুপুরের পর থেকে লুটকৃত মালামাল ফেরত দিতে শুরু করেন। এই এলাকার পাশেই আইটি পার্ক। ঘটনার দিন সেখানে ব্যাপক লুটপাট চালানো হয়। কেউ কোনোভাবে বাধা না দেওয়ায় ভাঙচুরের পর যে যেখানে যা পায় লুট করে নিয়ে যায়। এতে রাষ্ট্রীয় এই স্থাপনার অনেক মূল্যবান জিনিসপত্র খোয়া যায়।

আজ বিকেল পর্যন্ত প্রায় অর্ধেকের কাছাকাছি লুটপাট করা সেসব মালামাল উদ্ধার করা সম্ভব হয়। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এগুলো তালিকা করা হচ্ছে। যাঁরা জিনিসপত্র ফেরত দিচ্ছেন, তাঁদের নাম-পরিচয় গোপন রাখা হচ্ছে। জমা দেওয়ার পর যাচাই-বাছাই করা হচ্ছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

লুটকৃত মালামাল উদ্ধার অভিযান পরিচালনার সময় সেনাবাহিনীর দায়িত্বরত মেজর মোবাশ্বির হোসেন খান সাংবাদিকদের বলেন, ‘আমরা রেড ক্রিসেন্টসহ সহযোগী সংগঠন নিয়ে মাঠে নেমেছি। লুটপাট করা মালামাল উদ্ধার করা হচ্ছে। এরই মধ্যে বেশ কিছু মামামাল উদ্ধার হয়েছে। বাকিগুলোও উদ্ধার হবে বলে আশা করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট মালামাল স্ব স্ব প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে। পর্যায়ক্রমে অন্য এলাকায় এই কার্যক্রম চলবে।’

এদিকে সাধারণ শিক্ষার্থীরা আজ জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে নগরীর সাহেববাজার এলাকায় বাজার মনিটরিং করেছেন। পাশাপাশি বিভিন্ন সরকারি স্থাপনায় পাহারা এবং সড়কে ট্রাফিক পুলিশের কাজও করেছেন শিক্ষার্থীরা।

রাবিতে পরীক্ষা গ্রহণের দাবিতে শিক্ষককে অবরুদ্ধ রেখে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম: যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বিজিবির ওপর হামলা চালিয়ে মহিষ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে

প্রথমবার বিপিএলের ট্রফি রাজশাহীতে, ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সেকশন