হোম > সারা দেশ > রাজশাহী

খেলার মাঠে বছরজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে ২ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 

বোয়ালমারী উচ্চ বিদ্যালয়ের জলাবদ্ধতা। ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী উচ্চবিদ্যালয় ও বোয়াইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। এতে বছরের বেশির ভাগ সময় জলাবদ্ধতা লেগে থাকে। বিদ্যালয় দুটির শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে না।

গত বুধবার স্কুলের মাঠে গিয়ে জানা গেছে, এক বড় মাঠকে কেন্দ্র করে বিদ্যালয় দুটির অবস্থান। মাঠসহ আশপাশের রাস্তা ও কয়েকটি বাড়িঘর জলাবদ্ধতার শিকার। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাই নেই। মাঠজুড়ে কাদা-পানি। প্রাথমিক বিদ্যালয়টি সড়কের পাশে হলেও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বারান্দা চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার করছেন। বিদ্যালয়ের মাঠে মাটি ভরাটসহ অবকাঠামো উন্নয়নের জন্য অনেকবার সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় সাবেক সংসদ সদস্যের (এমপি) কাছে আবেদন জানালেও কোনো ফল পায়নি স্থানীয়রা।

নবম শ্রেণির ছাত্র সোহাগ হোসেন বলে, মাঠে পানি জমে থাকার কারণে আমরা প্রায় সারা বছর স্কুলের মাঠে শরীরচর্চা করতে পারি না। দুপুরে টিফিনের সময় একটু খেলাধুলাও করতে পারি না। এমনকি স্কুল ছুটির সময় আমাদের অন্য ক্লাসের ওপর দিয়ে যেত হয়। মাঠ ব্যবহার করতে পারি না।

স্থানীয় লোকজন ও একাধিক শিক্ষক জানান, বিগত সরকারের সময় এই স্কুলের কোনো উন্নয়ন করা হয়নি। এলাকায় আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা ভালো ছিল না। এই স্কুল ও এলাকার উন্নয়নে কোনো ভূমিকা রাখেননি স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

বিএনপি নেতা ও বোয়াইলমারী গ্রামের বাসিন্দা রেজাউল করিম বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের সময় চাটমোহর উপজেলায় বিভিন্ন প্রকল্পের নামে ব্যাপক লুটপাট করা হয়েছে। অথচ গুরুত্বপূর্ণ এই স্কুলের অবকাঠামোসহ কোনো উন্নয়ন করা হয়নি।’

বিদ্যালয় মাঠের উন্নয়নের জন্য স্থানীয় সাবেক এমপির কাছে আবেদন জানালেও কোনো ফল মেলেনি বলে দাবি করেন বোয়াইলমারী হাইস্কুলের শিক্ষক হাবিবুর রহমান। তিনি বলেন, ‘অনেকবার আমরা আওয়ামী লীগের সময়ের সাবেক এমপি মকবুল হোসেনের কাছে গিয়েছি। তিনি কোনো কথাই কানে তোলেননি। ছেলে-মেয়েদের চরম সমস্যা। মাঠে পানি জমে আছে। কোনো ধরনের খেলাধুলা বা অ্যাসেম্বলি করা যায় না।’

স্কুলের প্রধান শিক্ষক স ম এখলাস আহমেদ বলেন, ‘মাঠের চারদিকেই পানি। বের করার কোনো ব্যবস্থা নেই। সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে না। টিফিনের সময় মাঠে বসতে পারে না। কী যে অবস্থা।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী বলেন, ‘আমি বিষয়টি জানি। আমাদের তো কিছু করার নেই। প্রশাসনসহ জনপ্রতিনিধিরাই এসবের সমাধান দিতে পারেন। তার পরও বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে আনব।’

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সাবেক ছাত্রলীগ নেতাকে অপহরণ করে টাকা আদায়ের চেষ্টা, গ্রেপ্তার ২

‘সমন্বয়ক’ পরিচয়ে মুক্তিপণ দাবি, ৩ জনের নামে মামলা

বিএনপির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে লুটের মামলা তদন্তে পিবিআই

দেড় দশক পর রাজশাহীর মাদ্রাসা মাঠে জামায়াতের কর্মী সম্মেলন

সেকশন