শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে ট্রাকচাপায় সাইদুল ইসলাম (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক।
আজ বুধবার বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুল ইসলাম বগুড়ার সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের ধাওয়াকান্দি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় মাটি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানান, মোকামতলা বন্দরের সোনাতলা রোড থেকে বগুড়া-রংপুর মহাসড়ক পার হচ্ছিলেন মোটরসাইকেল চালক ডাবলু মিয়া ও আরোহী সাইদুল ইসলাম। এ সময় বগুড়াগামী মালবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে সাইদুল ইসলাম ছিটকে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে দেহ দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন শিবগঞ্জের চন্ডিহারা এলাকার বাসিন্দা মোটরসাইকেল চালক ডাবলু মিয়া (৪০)। তাঁকে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করা হয়।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।