ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত সের্গেই প্লেশাকত (৩২) নামে এক রুশ নাগরিক মারা গেছেন। গতকাল বুধবার (৩০ নভেম্বর) বিকেলে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে সের্গেই প্লেশাকতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস। সের্গেই প্লেশাকত রূপপুরে ‘এনার্গোস্পেটসমতাঝ’ নামে একটি বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
সের্গেই প্লেশাকত রূপপুর প্রকল্পের বিদেশিদের জন্য নির্মাণাধীন গ্রিনসিটি বহুতল আবাসিক ভবনের ১১৫ নম্বর কক্ষে বসবাস করতেন।
রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ বলেন, ‘বুধবার দুপুর আড়াইটার দিকে সের্গেই প্লেশাকত অসুস্থতা অনুভব করলে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল। এ অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতির সময় তাঁর মৃত্যু হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘রুশ নাগরিকের মৃত্যু নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই ময়নাতদন্তের পর মরদেহ রাশিয়ায় তাঁর স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।’