হোম > সারা দেশ > রংপুর

৯ দফা দাবিতে গাইবান্ধায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি

সারা দেশে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। 

আজ বৃহস্পতিবার শহরের বাস টার্মিনাল এলাকা থেকে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে মিছিলটি পলাশপাড়া মোড় হয়ে ইউ টার্ন নিয়ে ডিসি অফিসের সামনে যায়। এরপর সেখানে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

লোকজন আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে ফেলেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের চারপাশে ঘিরে রাখেন। পরে গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের কয়েকজন আইনজীবী ছাত্র-ছাত্রীদের সঙ্গে আন্দোলনে যোগ দেন। এ সময় নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। 

টানা দুই ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভকারীরা শহরে প্রবেশ করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দেয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, ‘শহরের বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভকারীরা একত্রিত হয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ছত্রভঙ্গ দিয়েছে।’

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বড়পুকুরিয়া কয়লাখনিতে অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু

দাফনের ৫ মাস পর যুবকের লাশ উত্তোলন

এ বছরেও মেডিকেলে ভর্তির সুযোগ পেল সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫৩ শিক্ষার্থী

ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক এমপি কাদের খান মারা গেছেন

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

সেকশন