ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নে প্রাইভেট কারের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ঠাকুরগাঁও-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রের নাম মুগ্ধ রায় (১৫)। সে পৌরশহরের শান্তিনগর এলাকার অরবিন্দু রায়ের ছেলে। টিডিসি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল সে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, মুগ্ধ রায় পল্লিবিদ্যুৎ এলাকার একটি দোকানে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন। আজ বিকেলে বাড়ি থেকে দোকানের উদ্দেশে বের হয়। দোকানের কাছাকাছি পৌঁছালে রংপুরগামী দ্রুতগতির একটি গাড়ি মুগ্ধকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত মুগ্ধকে স্থানীয় লোকজন উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার পরিদর্শক (তদন্ত) একেএম আতিকুর রহমান।