হোম > সারা দেশ > রংপুর

রানীশংকৈলে ছাগলের চামড়া ৫, গরু সর্বোচ্চ ৬০০ টাকা

প্রতিনিধি, রানীশংকৈল (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলায় কোরবানির গরু-ছাগলের চামড়ার দাম একবারেই কম। ছাগলের চামড়া ৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ টাকা, গরুর চামড়া ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত কেনাবেচা হয়েছে।

তবে সাধারণ মানুষের বাড়ি বাড়ি থেকে চামড়া কিনে বেড়ানো ফড়িয়াদের এবার খুব একটা দেখা মেলেনি বলে দাবি সাধারণ মানুষের। এবারে বাজারে গিয়েই চামড়া বিক্রি করতে হচ্ছে তাদের। ফড়িয়ারা বলছে এবারে চামড়ার আমদানি কম পাশাপাশি দামও কম।

পৌরশহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চামড়া কেনা ফড়িয়া সামাদ ও সুইদল হকের সাথে কথা হলে তাঁরা জানান, দুই শ গরু ও ছাগলের চামড়া কিনেছেন। ছাগলের চামড়া ৩ টাকা থেকে সর্বোচ্চ ৫০ টাকা ও গরুর চামড়া ৫০ থেকে সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত ক্রয় করেছেন।

স্থানীয় এক মাদ্রাসার মুহতামিম মাজেদুল ইসলাম বলেন, আমরা গরু-ছাগলের মোট ১৮টি চামড়া পেয়েছি। তাতে ষাঁড় তিনটির চামড়া ১ হাজারে ১০০ ও গাভির ৬টি ৯০০ টাকা ও ছাগলের ৯টি ৯০ টাকা বিক্রি করেছি।

উপজেলার বাঁশবাড়ী গ্রামের বাসিন্দা কবির বলেন, গরু জবাই করেছি সেই ১২টায় বিকেল গড়িয়ে এলেও চামড়া কিনতে আসেনি পড়ে তা মাটিতে পুতে দিয়েছি। সন্ধারই গ্রামের বাসিন্দা সুমন পাটোয়ারী বলেন, চামড়া কেনার কোন পার্টি পায়নি। তবে গরুর চামড়াটি স্থানীয় একটি মাদ্রাসায় দিয়েছি।

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বড়পুকুরিয়া কয়লাখনিতে অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু

দাফনের ৫ মাস পর যুবকের লাশ উত্তোলন

এ বছরেও মেডিকেলে ভর্তির সুযোগ পেল সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫৩ শিক্ষার্থী

ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক এমপি কাদের খান মারা গেছেন

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

সেকশন